আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মায়ের শুভাগমন

এবার মায়ের শুভাগমন হলো
ঘোড়ার পিঠে চড়ে,
মহালয়ার মঙ্গল প্রদীপ জ্বলুক
সবার ঘরে ঘরে।

মাগো তুমি সর্বজীবের প্রাণ
ভক্তি শ্রদ্ধা জ্ঞান,
সৃষ্টির তরে যতো নারী
তুমিই তাদের মান।

আলোয় আলোয় ভূবন বলয়
যাক না দূরে সরে,
আরতির তালে নাচবে দুলে
আনন্দে মন ভরে।

দশবিদ্যা দশরূপী বিপত্তারিণী মা
স্বয়ং স্বরূপা প্রকৃতির,
খড়গ হাতে গর্জে উঠো
করলে হানি রীতি-নীতির।

শারদ মাখা রাঙা চরণে
দিলাম শিউলীর অঞ্জলি,
পূর্ণ হোক শুভ মনোরথ
তাই বন্দনে বলি

লেখক-রাজীব দাশ রাজ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ