এবার মায়ের শুভাগমন হলো
ঘোড়ার পিঠে চড়ে,
মহালয়ার মঙ্গল প্রদীপ জ্বলুক
সবার ঘরে ঘরে।
মাগো তুমি সর্বজীবের প্রাণ
ভক্তি শ্রদ্ধা জ্ঞান,
সৃষ্টির তরে যতো নারী
তুমিই তাদের মান।
আলোয় আলোয় ভূবন বলয়
যাক না দূরে সরে,
আরতির তালে নাচবে দুলে
আনন্দে মন ভরে।
দশবিদ্যা দশরূপী বিপত্তারিণী মা
স্বয়ং স্বরূপা প্রকৃতির,
খড়গ হাতে গর্জে উঠো
করলে হানি রীতি-নীতির।
শারদ মাখা রাঙা চরণে
দিলাম শিউলীর অঞ্জলি,
পূর্ণ হোক শুভ মনোরথ
তাই বন্দনে বলি
লেখক-রাজীব দাশ রাজ
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.