
বান্দরবান (থানচি) প্রতিনিধি: উপজেলার থানচি বাজার পিছনে একটি গর্তে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়। শিশুটির নাম থোয়চুই ওয়াং মারমা পিতা, আফিমং মারমা।
আজ ৮ জুলাই সকাল থেকে খুজে পাচ্ছিলনা নিখোজ শিশুটিকে তার পরিবার, স্থানীয় এলাকাবাসীসহ খুজতে খুজতে এক পর্যায়ে বাজারে পিছনে একটি ময়লার ডোবা থেকে থাকে পাওয়া গেলে সাথে সাথে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান থাকে মৃত ঘোষনা করেন।
শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পড়েছেনঃ ৪২৪