আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় নতুন ইউএনও ফাতেমা-তুজ-জোহরা

সাতকানিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের সাতকানিয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হয়েছেন ফাতেমা-তুজ-জোহরা।

আজ সোমবার (৫ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় চেম্বারে রোগী দেখতে যাওয়ার সময় ডা. ফরহাদ কবির নামের এক চিকিৎসককে এক হাজার টাকা জরিমানা করার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে. এম. আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলী আদেশ দেয়া হয়। বদলী ইউএনও মো. নজরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিতে বলা হয়েছে।

এরআগে সাতকানিয়ার নতুন ইউএনও ফাতেমা-তুজ-জোহরা হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ