
বান্দরবান প্রতিনিধি
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে অবিলম্বে তাঁকে নিঃর্শত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বান্দরবানে কর্মরত সাংবাদিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবশে থেকে এই দাবি জানানো হয়েছে।
১৯ মে (বুধবার) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবানে র্কমরত সংবাদর্কমীদের অংশগ্রহনে কর্মরত সাংবাদকিদের ব্যানারে অনুষ্ঠিত র্কমসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলকেট্রনিক্স মিডিয়ার সংবাদর্কমীরা উপস্থিত ছিলেন।
মানববন্দনে বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল হক, দৈনিক প্রথম আলোর জেলা প্রতনিধি বৌদ্ধজোতি চাকমা, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতনিধিঃমিংসানু মারমা প্রমুখ।
এসময় বক্তারা বলেনন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি বক্তারা রোজিনা ইসলামরে বিরিদ্ধে দায়রে করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃর্শত মুক্তি দেওয়ার জোর দাবি জানান এবং সাংবাদিক রোজিনা ইসলামসহ সারাদেশের সকল সাংবাদিকদের ওপর নির্যযাতন নিপীড়ন এর তীব্র প্রতিবাদ জানায়।