
মো. ইকবাল হোসেন
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবালয়ে নির্যাতন ও নিপীড়ন হওয়ার পর কারাগারে প্রেরণ করার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেন।
বুধবার (১৯ মে) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাটে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনু্ষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, টিভি ক্যামরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ সহ সাতকানিয়া উপজেলায় কর্মরত সকল ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নিঃশর্তে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানায়। এবং তাকে হেনস্থা কারীসহ সকলের বিচার দাবি করেন।
পড়েছেনঃ ৪০৩