আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার ৪শত টাকা জরিমানা আদায়

সাতকানিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের সাতকানিয়ায় আজ (২৭ এপ্রিল) মঙ্গলবার কেরানীহাট বাজারে মোট ১৩টি মামলায় সর্বমোট ২০ হাজার ৪ শত টাকা জরিমনা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম (রাজিব)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯এ কেরানিহাট কর্ণফুলী মার্কেটে সততা স্টোর, ভাই ভাই স্টোর, নিউ ভাই ভাই স্টোর, ওসমান ষ্টোর, পলাশ দাশ ও কেরানিহাট নিউ মার্কেট, আনিস ট্রেডার্স, শাড়ি বাজারে জরিমানা আদায় করা হয়। এবং মাস্ক বিহীন থাকায় তিনজনকে জরিমানা করা হয়। এছাড়া ও রাস্তার মাথা এলাকায় তরমুজের দাম বেশী রাখায় একজনকে পাঁচশ ও আমিন ট্রেডার্সকে পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ