সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় আজ (২৭ এপ্রিল) মঙ্গলবার কেরানীহাট বাজারে মোট ১৩টি মামলায় সর্বমোট ২০ হাজার ৪ শত টাকা জরিমনা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম (রাজিব)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯এ কেরানিহাট কর্ণফুলী মার্কেটে সততা স্টোর, ভাই ভাই স্টোর, নিউ ভাই ভাই স্টোর, ওসমান ষ্টোর, পলাশ দাশ ও কেরানিহাট নিউ মার্কেট, আনিস ট্রেডার্স, শাড়ি বাজারে জরিমানা আদায় করা হয়। এবং মাস্ক বিহীন থাকায় তিনজনকে জরিমানা করা হয়। এছাড়া ও রাস্তার মাথা এলাকায় তরমুজের দাম বেশী রাখায় একজনকে পাঁচশ ও আমিন ট্রেডার্সকে পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.