
দেশচিন্তা ডেস্ক: ১ হাজার ৩৭ জনের জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০ জন নগরের ও ১১ জন হাটহাজারী উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৭৩৯২ জন।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ জনের ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের মধ্যে করোনার জীবাণু মিলেছে।
ইমপেরিয়াল হাসপাতালে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১১ জন ও উপজেলার ১ জনের মধ্যে করোনা পাওয়া গেছে।শেভরণে ৩৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে। উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৪ জন; এর মধ্যে ১৯০ জন নগরের ও ৮৪ জন উপজেলার বাসিন্দা।