আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নতুন করোনায় শনাক্ত ৬৩, মৃত্যু ১ জন

দেশচিন্তা ডেস্ক: ১ হাজার ৩৭ জনের জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০ জন নগরের ও ১১ জন হাটহাজারী উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৭৩৯২ জন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ জনের ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের মধ্যে করোনার জীবাণু মিলেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১১ জন ও উপজেলার ১ জনের মধ্যে করোনা পাওয়া গেছে।শেভরণে ৩৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে। উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৪ জন; এর মধ্যে ১৯০ জন নগরের ও ৮৪ জন উপজেলার বাসিন্দা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ