আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

মসজিদে বিস্ফোরণ: গ্যাসের উৎস সন্ধানে মাটি খোঁড়া হবে আজ, নিহতের সংখ্যা বেড়ে ২৬

দেশচিন্তা ডেস্ক : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মাটির নিচে গ্যাসের উৎস অনুসন্ধানে আজ সোমবার মাটি খুঁড়ে তল্লাশি চালানো হবে। মসজিদে এসি বিস্ফোরণ হয়নি উল্লেখ করে গতকাল রোববার নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য জানান। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির এই সদস্য এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এপর্যন্ত মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫), সাব্বির (২২), জুয়েল (৭), জামাল (৪০), জুবায়ের (১৪), হুমায়ুন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭), কুদ্দুস বেপারী (৭২), কাঞ্চন হাওলাদার ও রাশেদ, মাইনুদ্দিন-(১২), রাসেল-(৩৪), মোঃ বাহাউদ্দীন (৫৫), মনির(৩০)।

জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের গঠিত আলাদা দুটি তদন্ত কমিটির সদস্য আব্দুল্লাহ আল আরেফিন বলেন, তদন্ত কমিটির সবাই কাজ করছেন। বিদ্যুৎ, গ্যাসসহ সব কিছুই পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। যথাসময়ে প্রতিবেদন জমা দেয়া হবে। ইতোমধ্যে মসজিদের একটি এসি খুলে দেখা হয়েছে। সেখানে দেখা যায়, আগুনে এসির উপরে কভার নষ্ট হয়েছে। তবে ভিতরের সব কিছুই ঠিক আছে। এসি বিস্ফোরণ হয়নি।

তিনি আরও বলেন, গ্যাসের লাইনে লিকেজের বিষয়ে আগামীকাল মাটি খুঁড়ে দেখা হবে মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন আছে কিনা। তাছাড়া কোথা দিয়ে গ্যাস বের হয়েছে। তবে এ কার্যক্রম কাল কখন শুরু হবে সেটি বলা যাচ্ছে না।

গত শুক্রবার রাত পৌনে ৯টায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৯ জন দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে ৫ সদস্যের, ফায়ার সার্ভিস থেকে ৪ সদস্যের ও তিতাস থেকে ৩ সদস্যের তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। যার মধ্যে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে ৫ কর্মদিবস, ফায়ার সার্ভিসকে ১০ কর্মদিবস ও তিতাসকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ