?মৈত্রী ?
ইচ্ছের পাখিরা উড়ে বেড়ায়,
ঐ দূর সূদুর নীলিমায়,
কখনো বলে কাছে আসো,
ভালবাসার আবেশে জরীয়ে রাখো।।
আবার কখনো বলে,
সেই ভালো দূরে থাকো
ওগো দূরে থাকো।।
নাইবা পেলাম কাছে,
নাইবা শিউলির ফুলের মালা
খোপায় জড়ালে,,,
তবুও তুমি ইচ্ছের নদিতে,
ভেসে বেড়াই গাংশালিক হয়ে।।
জোনাকিপোকার নিভু নিভু প্রদীপ
আলোই ইচ্ছেরা ভেসে বেড়ায়,
কামনার আলোক প্রোজ্জ্বলিত করে।।
আমার ইচ্ছের মাঝে তুমি নিরবে
নিভৃতে রবে,
আবেগের আবির রঙ ছড়িয়ে।।
লেখক-মৈত্রী, কোলকাতা, ভারত।লিখেছেন- ৬/১০/১৭
পড়েছেনঃ ৫৮৭