আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

কোলকাতার “নবপ্রভাত” পত্রিকার জয়ন্তী বর্ষ উদযাপন

কোলকাতা প্রতিনিধি
কোলকাতার অন্যতম সাহিত্য রস পত্রিকা পরিবারের পক্ষ থেকে নবপ্রভাত গত ২রা অক্টোবর , ২০১৮, ১৫ই আশ্বিণ , ১৪২৫ তারিখে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়।এতে গৌরবময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: পবিত্র সরকার, কবি শ্যামলকান্তি দাশ কবি সুধীর দত্ত। অবশেষ দাশ, স্নিতি ঘোষ ও নিরাশাহরণ এর কথা-সমন্বয়ে অনুষ্ঠান লিপির মধ্যে ছিলো রজত জয়ন্তী স্মারক কবিতা সংকলন গ্রন্থ “কবিতা কোরাস” এর প্রকাশনা সাহিত্য সম্মাননা স্মারক প্রদান এতে যারা পেয়েছেন- উপন্যাসে “অজিতেশ নাগ” (হিম নির্বাসন), ছোট গল্পে “শ্রীপর্ণা বন্দোপধ্যায়” (আগাছা), অনুগল্পে “বিপ্লব গঙ্গোপধ্যায়”(…এবং অস্পৃশ্য হাত), কবিতায় “বনশ্রী রায় দাস” (অন্তরে স্পর্শধ্বনি), প্রবন্ধে “অরবিন্দ পুরকাইত” (গাঁ-ঘরের কথা)।

রজত জয়ন্তী শ্রদ্ধার্ঘ্য স্মারক প্রদান এতে যারা পেয়েছেন- গল্পকার “তরুণ মান্না” (নির্বাচিত অণুগল্প), কবি “সাগর মুখোপধ্যায়” (ওকে আমার কথা বোলো), প্রাবন্ধিক “জীবন কুমার সরকার” (মতুয়া: মননে ও সাহিত্যে), নাট্যকার “দেবশঙ্কর দাস” (তিনটি নাটক)। পত্রিকা সম্মাননা- বার্ণীক, শারদ ১৪২৪, অনুপম সাথী (২৫ বছরের নির্বাচিত সংকলন), লালমাটি (প্রতিশ্রুতি সম্পন্ন আত্মপ্রকাশ সংখ্যা। এছাড়াও রজত জয়ন্তী স্মারক লিটল ম্যাগাজিন সম্মাননা প্রদান, নবপ্রভাত “স্মরণিকা” ত্রুোড়পত্র ও মিত্রস্থানীয় “পাড়ি” পত্রিকার শারদ ১৪২৫ সংখ্যা প্রকাশ। সাংষ্কৃতি আয়োজন ছিলো- কবিতা পাঠ, আবৃত্তি, গান, বক্তৃতা ও আড্ডা।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ