আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নগরীর বিভিন্ন সমস্যার সমাধানে স্কুটিতে ঘুরলেন সুজন

নিজস্ব প্রতিবেদক:

নগরীর বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দিতে ‘নগর সেবা ক্যারাভান’ নামের একটি কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। এই কর্মসূচির অংশ হিসেবে প্রশাসক বাইকে চড়ে নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক, নষ্ট সড়কবাতি, পরিচ্ছন্ন কার্যক্রমসহ যেসব সমস্যার কারণে নাগরিক দুর্ভোগ সৃষ্টি হয়, তার তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন। প্রশাসক খোরশেদ আলম সুজন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নগরীর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় আমি হঠাৎ হঠাৎ নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হবো। ওই এলাকার যেসব সমস্যা আছে সেগুলো শুনে তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে প্রকৌশল, পরিচ্ছন্ন, বিদ্যুৎ বিভাগসহ করপোরেশনের সেবা খাতগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা থাকবেন। এ কর্মসূচির আওতায় ভাঙা সড়ক মেরামত, সড়ক বাতি নষ্ট হলে সেটা মেরামত, পরিচ্ছন্নতা অভিযান, যার মাস্ক থাকবে না তাকে মাস্ক পরানোসহ সব ধরনের সেবা দেওয়া হবে। পাশাপাশি অভিযোগ শুনে সেই বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার ২৪ আগষ্ট নগরীর বহদ্দারহাট মোড় থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘কর্মসূচিতে অংশ নিতে প্রশাসক মহোদয় ইতোমধ্যে নিজ উদ্যোগে একটি স্কুটি কিনেছেন। ওই স্কুটিতে চড়ে তিনি কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কর্মসূচি বাস্তবায়নে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। পরিচ্ছন্ন বিভাগের ২৫ সদস্যের একটি টিম কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। বর্জ্য অপসারণ কাজে ব্যবহৃত দুটি গাড়িও থাকছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ