
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার ও ডবলমুরিং আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ৩.৩০ টায় তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম ৯ আসনের পরিচালক ফয়সল মুহাম্মদ ইউনুছ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি মোমিনুল হক, মহানগরীর জামায়াতের কর্মপরিষদ সদস্য আমির হোছাইন ও প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার,বাকলিয়া থানা আমীর সুলতান, আহমদ, অধ্যাপক সিরাজউদ্দৌলা, কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, সেক্রেটারি সাদূর রশিদ, চট্টগ্রাম- ৯ আসনের সদস্য সচিব তাওহিদুল ইসলাম আজাদ, শ্রমিক কল্যাণ কোতোয়ালী সভাপতি হামিদুল ইসলাম,
কোতোয়ালি থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আ ন ম জুবায়ের, এডভোকেট আরিফুল ইসলাম প্রমুখ।
মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম-৯ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রত্যাশা করছে। একজন বিশিষ্ট ডাক্তার, সমাজসেবক ও আদর্শবান মানুষ হিসেবে ডা. একেএম ফজলুল হক ইতোমধ্যে এ এলাকার মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
ডা. একেএম ফজলুল হক বলেন, চট্টগ্রাম-০৯ আসনের সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে একটি ইনসাফ ভিত্তিক, কল্যাণমুলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে চাই, ইনশাআল্লাহ।










