
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী পক্ষে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট নমিনেশন ফরম জমা দিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. নুরুল হক, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, জেলা শুরা সদস্য ওয়াজেদ আলী, পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আযাদ, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইন, সাবেক নায়েবে আমীর ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক রফিক উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মোহাম্মদ ইউনুস, চরতি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম, সোনাকানিয়া ইউনিয়ন আমীর শাহাদাত হোছাইন, চরতি ইউনিয়ন আমীর আবুল হাশেম, শ্রমিক কল্যাণ সাতকানিয়া উপজেলার সহ-সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম, আমিলাইষ ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক, কাঞ্চনা ইউনিয়ন সেক্রেটারি জায়েদ হোসাইন প্রমূখ।
জমা দেওয়ার শেষে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। এই বিষয়ে প্রশাসন ও জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।










