আজ : সোমবার ║ ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রজব, ১৪৪৭ হিজরি

জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আল্লামা সাঈদীর দুই ছেলে

দেশচিন্তা ডেস্ক: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) ও পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ও শামীম সাঈদী।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

তাদের মধ্যে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনে লড়বেন মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনে লড়বেন শামীম সাঈদী।

এ সময় পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী বলেন, আজ একটি আনন্দঘন পরিবেশে আমার বড় ভাই শামীম সাঈদী ও আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আসলে এই মনোনয়নপত্র জমা দেওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের, কারণ এই আসনে আমার শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর নির্বাচন করার কথা ছিল। আমি কিংবা আমার ভাই-কারোরই এখানে নির্বাচন করার কথা ছিল না। আমাদের একটি কষ্টের ইতিহাস আছে, জনগণ সেগুলো জানেন এবং জনগণ নিশ্চয়ই সে বিষয়ে যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা নির্বাচনে এসেছি মূলত এই প্রজন্মের মানুষ বাংলাদেশকে নিয়ে যেভাবে ভাবে, আমরা সেই বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা একটি শোষণ-বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করতে চাই এবং ইনশাআল্লাহ জনগণ যথোপযুক্ত সময়ে সেই রায় দিয়ে জনগণের মনের প্রত্যাশা পূরণ করবে।

এনসিপির সঙ্গে জামায়াতের জোট করার বিষয়ে মাসুদ সাঈদী বলেন, এটি তো হওয়ারই ছিল। কারণ প্রজন্মের যে দাবি, সেটি তো জামায়াতে ইসলামেরও দাবি। আমরা গত ১৭ বছর ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এই এনসিপি আমাদের আন্দোলনের ১৭ বছর পরে আন্দোলন করেছে, যদিও আমরা আন্দোলনে সফল হতে পারিনি। আল্লাহ তাআলার দয়ায় এই ছাত্রদের মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদের একটি সুমহান বিজয় দিয়েছেন। এটি তো হওয়ারই কথা ছিল, কারণ এনসিপি আধিপত্যবাদবিরোধী আন্দোলন করছে, আমরাও করছি। এনসিপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী, আমরাও তাই। এনসিপি জনগণের অধিকারে বিশ্বাস করে, আমরাও তাই করি। এনসিপি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চায়, আমরাও তাই চাই। সুতরাং এনসিপির সঙ্গে আমাদের এই জোট হওয়া অনিবার্য ছিল।

পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী বলেন, আমরা আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর নির্বাচন আমাদের উপহার দেবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে আমরা একটি সুন্দর পরিবেশ পাবো, ইনশাআল্লাহ। সামনে একটি রায় শোনার অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে একটি ভালো খবর আপনারা পাবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ