আজ : রবিবার ║ ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রজব, ১৪৪৭ হিজরি

সাউদার্ন ইউনিভার্সিটিতে গবেষণা পদ্ধতি ও ডেটা বিশ্লেষণ বিষয়ক কর্মশালা

দেশচিন্তা ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে “গবেষণা পদ্ধতি ও ডেটা বিশ্লেষণ শীর্ষক কর্মশালা সম্প্রতি বায়েজিদ, আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। সহকারী অধ্যাপক সি এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড মো. সিরাজুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম হক। কর্মশালায় এসপিএসএস সফটওয়্যার এর মাধ্যমে “দ্বৈত স্তম্ভ” নির্দেশমূলক মডেল ব্যবহার করা হয়েছে।

প্রশিক্ষক ড. সিরাজুল ইসলাম কারিগরি বিভাগের নেতৃত্বে ছিলেন যিনি আইবিএম এসপিএসএস পরিসংখ্যানের আলোকে শিক্ষার্থীদের হাতে—কলমে মাস্টারক্লাস নেন । অপরদিকে অধ্যাপক ড. এম এম হক গবেষণা পদ্ধতি এবং অধ্যয়ন নকশার কাঠামোগত ভিত্তির উপর আলোকপাত করেন। এই সমন্বিত পদ্ধতির মাধ্যমে, অংশগ্রহণকারীরা তাত্ত্বিক ধারণা থেকে ব্যবহারিক প্রয়োগে রূপান্তর, প্রাথমিক এন্ট্রি থেকে টি—টেস্ট এবং পারস্পরিক বিশ্লেষণ বিষয়ে ধারণা লাভ করে। কর্মশালাটি ডেটা বিশ্লেষণে সফলভাবে একাডেমিক এবং পেশাগত দক্ষতার ক্ষেত্রে শক্তিশালী বন্ধন তৈরি করেছে, যা পরবর্তী প্রজন্মের ব্যবসায়ী নেতাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের হাতিয়ার হিসেবে কাজ করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ