আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মুজিববর্ষে বিজিএমইএ ৯০ হাজার টি-শার্ট দিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৯০ হাজার টি-শার্ট দিয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

১৫ মার্চ রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এ টি-শার্ট প্রদান করা হয়।

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর কাছে এ টি-শার্ট তুলে দেন।

প্রধান সমন্বয়ক বলেন, ‘মুজিববর্ষের আয়োজনের সঙ্গে যুক্ত হতে অনেক প্রতিষ্ঠান আসছে। মুজিববর্ষের উদ্বোধনী আয়োজনকে বর্ণাঢ্য করতে সব ধরনের পরিবেশ তৈরি করাই ছিল। কিন্তু বিশেষ পরিস্থিতিতে এ প্রোগ্রামটিকে আমরা ভিন্নভাবে সাজাচ্ছি। বছরজুড়ে আমাদের নানা আয়োজন থাকবে। সবার সম্মিলিত সহায়তায় উৎসব পালিত হবে উদযাপনের সঙ্গে।’

রুবানা হক বলেন, যত কাজ হচ্ছে, সবগুলোর মাঝে যেন বঙ্গবন্ধুর আদর্শটা থাকে। তবে তার আদর্শকে আসলে কতজন ধারণ করি, সেটাই ভাবতে হবে।

তিনি বলেন, পোশাক খাতে এখন সংগ্রামের দিন চলছে। তবুও বাঙালি কখনও পরাস্ত হওয়ার জাতি নয়। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ