আজ : শনিবার ║ ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ডিবি পুলিশে চাঁদাবাজি গ্রেফতার ১

সিরাজগঞ্জে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে জুবায়ের আহম্মেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। জুবায়ের সদর উপজেলার রহিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধারের দাবি করেছে পুলিশ।

জুবায়ের আহম্মেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে রবিবার বিকালে মামলা করেন নলকা ইউনিয়নের এরানদহ গ্রামের আব্দুল হালিমের স্ত্রী শাপলা খাতুন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, জুবায়ের আহম্মেদ মাদকাসক্ত ও প্রতারক। ডিবির এসআই পরিচয় দিয়ে এক গৃহবধূর থেকে চাঁদা দাবির অভিযোগে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ