সিরাজগঞ্জে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে জুবায়ের আহম্মেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। জুবায়ের সদর উপজেলার রহিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধারের দাবি করেছে পুলিশ।
জুবায়ের আহম্মেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে রবিবার বিকালে মামলা করেন নলকা ইউনিয়নের এরানদহ গ্রামের আব্দুল হালিমের স্ত্রী শাপলা খাতুন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, জুবায়ের আহম্মেদ মাদকাসক্ত ও প্রতারক। ডিবির এসআই পরিচয় দিয়ে এক গৃহবধূর থেকে চাঁদা দাবির অভিযোগে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.