আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের মিশিগানের সৈকতে ভলক্যানোর স্টাইলে

যুক্তরাষ্ট্রের একটি সমুদ্র সৈকতে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের পরিবর্তে বরফের গুঁড়ো বের হচ্ছে। দেশটির মিশিগানের ওভাল সমুদ্র সৈকতের এমন ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মিশিগানের ন্যাশনাল ওয়েদার সার্ভিস গ্রান্ড র‌্যাপিড সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, বরফের মধ্য জেগে উঠছে ‘আগ্নেয়গিরি’! তবে এ আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে না। বর‌ং আগ্নেয়গিরি ফুঁড়ে উঠছে বরফ।

ওভালের ওই সমুদ্র সৈকত ভরে রয়েছে বরফে। তার মধ্যেই কোনো কোনো জায়গায় ভলক্যানোর স্টাইলে ভেতর থেকে ওপরে উঠছে বরফের গুঁড়ো। তবে এ আইস ভলক্যানো এক ধরনের প্রাকৃতিক ঘটনা বলে জানা গেছে।

সেখানকার আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বরফের চাদরের নীচে ঠাণ্ডা জল ঢুকলে চাপের সৃষ্টি হয়। আর এ চাপের কারণে বরফের মধ্যে থাকা গর্ত দিয়ে বেরিয়ে আসে প্রবল ঠাণ্ডা পানি। যা মুহূর্তে জমে গিয়ে বরফে পরিণত হয়। তবে এ আইস ভলক্যানোর কাছে যাওয়া বিপজ্জনক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ