চট্টগ্রামের সাতকানিয়া থানাস্থ কাঞ্চনা শিশু নিকেতন কর্তৃক আয়োজিত A+প্রাপ্ত শিক্ষার্থীদের ও দুঃস্থ বিধবা নারীদের মাঝে নগদ অর্থ বিতরণ
২১ শে ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় এক যুগ ধরে দরিদ্র মেধাবী ও সমাজের দুঃস্থ মানুষের সেবায় কাঞ্চনা শিশু নিকেতন নিয়ে কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠাতা মাষ্টার নেছার আহমদ।এবং তার এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
তারই অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এই বছরেও কাঞ্চনা শিশু নিকেতন কর্তৃক শিক্ষার্থীদেরকে শিক্ষাক্ষেত্রে আরো বেশি অগ্রসর হয়ে দেশের উন্নতি এবং দুঃস্থ বিধবা নারীদের সহযোগিতার মধ্য দিয়ে দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার চেষ্টায় মানবতার সেবায় এগিয়ে এসেছেন সমাজসেবক প্রবাসী সাইফুল ইসলাম।কাঞ্চনা শিশু নিকেতন এর আয়োজনে প্রায় ৪৫ জন শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান,দুঃস্থ বিধবা নারীদের নগদ অর্থ প্রদান সহ প্রায় ৫০ জন দরিদ্রদের খাবারের আয়োজন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে কাঞ্চনা শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা মাষ্টার নেছার আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল মনছুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইসলামিয়া কলেজের প্রফেসর বেলাল,প্রবাসী সমাজসেবক সাইফুল ইসলাম,পশ্চিম ডলু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দত্ত,মধ্য কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজাম উদ্দিন,ছনখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম,গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার,আমিলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমু প্রমুখ।