সিএনজি অটোরিকশা থেকে সড়কের পাশে কবরস্থানে ছুঁড়ে ফেলা হলো ৭-৮ মাস বয়সী একটি শিশুকে। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১টার দিকে খুলশী থানাধীন চট্টগ্রাম সরকারি মডেল স্কুল ও কলেজের পাশে এ ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত এক পুলিশ সদস্য শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শিশুটিকে উদ্ধার করা খুলশী থানার এএসআই মো. হিরণ মিয়া বলেন, ‘দুপুর ১টার দিকে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল ও কলেজের সামনে পরীক্ষার ডিউটি করছিলাম। খুলশী কলোনি থেকে পলিটেনিক মোড়ের দিকে যাওয়া একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি কিছু একটা জিনিস সড়কের পাশে কবরস্থানে ফেলে দিচ্ছিলেন দেখছিলাম। ঘটনাস্থলে যাওয়ার আগেই সিএনজি অটোরিকশাটি দ্রুত চলে যায়। পরে সেখানে গিয়ে দেখি একটি শিশু পড়ে আছে। শিশুটির শরীর ময়লা ও দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে সিএনজি অটোরিকশা করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে শিশুটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।’
উদ্ধার করা সেই শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
তিনি আরও বলেন, ‘মেয়ে শিশুটিটির বয়স ৭-৮ মাস হবে। কারা কী কারণে শিশুটিকে ছুঁড়ে ফেলে গেছে তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি পুলিশ তত্ত্বাবধানে থাকবে। সুস্থ হওয়ার পর শিশুটির বিষয়ে পরবর্তী ঠিক করা হবে।’