
ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর পুরাতন লঞ্চঘাট এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ওই বাসার সিলিং ফ্যানের সঙ্গে স্বামীর ঝুলন্ত লাশ ও বিছানায় শোয়া অবস্থায় স্ত্রীর মরদেহ পাওয়া যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘরের দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করেছে।
মৃত স্বামীর নাম রাজীব বিশ্বাস (৩২) ও স্ত্রীর নাম স্মৃতি বণিক (২৩)।
স্থানীয়রা জানান, তারা গত প্রায় এক বছর ধরে ওই এলাকায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী।
প্রাথমিকভাবে জানা গেছে, স্মৃতি বণিক মুকসুদপুরের বাটিকামারী এলাকার খোকন বণিকের মেয়ে। রাজীব স্থানীয় একটি কলেজে শিক্ষকতা করতেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও সিআইডি টিম মরদেহ উদ্ধার করে।
পড়েছেনঃ ৩৬৭