আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় নিহত ২

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় বেপরোয়া বাসচাপায় দুজন নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জায়েদ আবদুল্লাহ বিন সরোয়ার এ তথ্য নিশ্চিত করেন।

এসআই জায়েদ বলেন, ‘বিকালে ওই এলাকায় দুজন নারী ও পুরুষ মহাসড়ক পার হচ্ছিলেন। সে সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোবিন্দগঞ্জ ট্রাভেলস নামে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। এ ঘটনায় ঘাতক বাসটিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে জব্দ করা হয়েছে ।’

তিনি আরও জানান, গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ