টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় বেপরোয়া বাসচাপায় দুজন নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জায়েদ আবদুল্লাহ বিন সরোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
এসআই জায়েদ বলেন, ‘বিকালে ওই এলাকায় দুজন নারী ও পুরুষ মহাসড়ক পার হচ্ছিলেন। সে সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোবিন্দগঞ্জ ট্রাভেলস নামে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। এ ঘটনায় ঘাতক বাসটিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে জব্দ করা হয়েছে ।’
তিনি আরও জানান, গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পড়েছেনঃ ৩৩৫