
লটারির মাধ্যমে যশোর পুলিশের ৩৪ জন সাব ইন্সপেক্টর (এসআই)-এর পদায়ন ও বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন তার নিজ দফতরে লটারির মাধ্যমে ওই কর্মকর্তাদের থানা ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটে পদায়ন নিশ্চিত করেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘পদায়নের ক্ষেত্রে নানা রকমের অভিযোগ থাকে। পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে স্থায়ী নিয়োগ পাওয়া ৩৪ জন এসআইয়ের পদায়নে লটারির ব্যবস্থা করেছেন পুলিশ সুপার। স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এ পদ্ধতি গ্রহণ করা হয়েছে।’
Post Views: ২৮৪