
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপে থাকা দুইজন নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী– চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন ঢাকার ঢাকার সাভার থানার শ্যামল চর এলাকার জাহিদুল ইসলাম (২০)। অপরজনকে শনাক্ত করা যায়নি।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, বুধবার সকালে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর চাঁপাইনবাবগঞ্জমুখি একটি বালুবাহী ট্রাক দাঁড়ানো ছিল। এসময় পেছন থেকে আসা থাইগ্লাস বহনকারী পিকআপ ট্রাকের পেছনে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পিকআপের দুই আরোহী মারা যান।
তিনি আরও জানান, পিকআপ ও ট্রাক জব্দ করা হয়েছে। লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।