আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হাতির আক্রমণে নিহত নাজমুল আলম

বন্যহাতির আক্রমণে জামালপুরের বকশীগঞ্জে নাজমুল আলম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল পাচঁটার দিকে উপজেলার গারো পাহাড়ের লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল আলম উপজেলার কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি বকশীগঞ্জ কে ইউ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, গত দুইদিন যাবত উপজেলার সীমান্তবর্তী ভারত থেকে একদল বন্যহাতি ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ে অবস্থান করছে। শনিবার বিকালে নাজমুল প্রাইভেট পড়ে পাহাড়ি এলাকা বৈষ্টমপাড়া নিজ ঘরে ফিরছিল। এসময় লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্রের পাশ দিয়ে আসার সময় একদল হাতি তাকে আক্রমণ করে। এ সময় ঘটনাস্থলে নিহত হন নাজমুল আলম।

বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ