আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

হাওরের পানি নামতে দেরি হওয়ায় বাঁধের কাজ দেরিতে শুরু হয়েছে :প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘আগাম বন্যা আসার আগেই নির্দিষ্ট সময়ের ভেতরে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে। এবার হাওরের পানি নামতে দেরি হয়েছে। তাই বাঁধের কাজ দেরিতে শুরু হয়েছে। কিন্তু আমরা নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের কাজ শেষ করতে চেষ্টা করবো। আগাম বন্যা আসার আগে যেভাবেই হোক বাঁধ নির্মাণের কাজ শেষ করতে হবে। এর কোনও বিকল্প নেই।’

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার চন্দ্রসোনারথাল, পাকনার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ফসলরক্ষা বাঁধ নির্মাণ একটা সম্মিলিত কাজ। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ