বন্যহাতির আক্রমণে জামালপুরের বকশীগঞ্জে নাজমুল আলম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল পাচঁটার দিকে উপজেলার গারো পাহাড়ের লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল আলম উপজেলার কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি বকশীগঞ্জ কে ইউ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, গত দুইদিন যাবত উপজেলার সীমান্তবর্তী ভারত থেকে একদল বন্যহাতি ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ে অবস্থান করছে। শনিবার বিকালে নাজমুল প্রাইভেট পড়ে পাহাড়ি এলাকা বৈষ্টমপাড়া নিজ ঘরে ফিরছিল। এসময় লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্রের পাশ দিয়ে আসার সময় একদল হাতি তাকে আক্রমণ করে। এ সময় ঘটনাস্থলে নিহত হন নাজমুল আলম।
বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.