দেশচিন্তা নিউজ ডেস্ক:
অনাথ শিশুদের আশ্রয়স্থল পাহাড়তলীস্থ বারো কোয়াটার “শিশু স্বর্গে” ৩০ সেপ্টম্বর লায়ন্স অব চিটাগাং বাকলিয়া, লায়ন্স ক্লাব অব চিটাগাং এভারগ্রীন, লায়ন্স ক্লাব অব চিটাগাং শৈবাল, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেরনসান এলিট ও লায়ন্স ক্লাব অব চিটাগাং এলায়েন্স এর যৌথ উদ্যোগে এতিম শিশুদের খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রিজিয়ন চেয়ারপার্সন লায়ন প্রদীপ কুমার দেব, লায়ন মোঃ হুমায়ুন কবির, জোন চেয়ারপার্সন লায়ন সৈয়দ মোরশেদ হোসাইন, লায়ন প্রিন্সিপ্যাল সানা উল্লাহ, লায়ন এ.কে.এম সালাউদ্দীন এম.জে.এফ, লায়ন মমতাজুল ইসলাম এম.জে.এফ, লায়ন সুব্রত ভৌমিক, সুজিত দাশ, লায়ন মাহমুদুর রহমান শাওন, লায়ন গোলাম মোস্তফা, লায়ন সাইফুল ইসলাম জনি, লায়ন আজিজ, লায়ন সেলিম উদ্দীন শিকদার এম.জে.এফ, লায়ন মোঃ হুমায়ুন কবির হিমু, লায়ন আবুল মনসুর প্রমুখ। মোট পাঁচটি ক্লাবের লায়নদের উপস্থিতিতে ১০০ জন অনাথ শিশুকে রাতের খাবার বিতরণ করা হয়।