
দেশচিন্তা নিউজ ডেস্ক:
মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়” প্রতিপাদ্য নিয়ে আজ ১ অক্টোবর পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৮ । বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উদ্যোগ এবং চট্টগ্রামে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সহযোগিতায় অনুষ্ঠানমালায় ছিল বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও প্রবীণদের মাঝে বয়স্কভাতার বই বিতরণ । অনুষ্ঠানের শুরুতে ফেস্টুন ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর শুভ সূচনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আলহাজ¦ আ.জ.ম নাছির উদ্দিন। র্যালীটি নগরীর প্রবর্তক মোড় হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিসি (শিক্ষা ও আইসিটি) মো. আমিরুল কায়ছার ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উপপরিচালক হাসান মাসুদ। প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ¦ আ.জ.ম নাছির উদ্দিন বলেন প্রবীণদের অধিকার প্রতিষ্ঠায় সবার মূল্যবোধকে জাগ্রত করতে হবে। তিনি আরও বলেন বর্তমান সরকার কতৃর্ক প্রণীত পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ প্রবীণদের অধিকার সুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ। সভাপতির বক্তৃতায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন সমাজসেবা অধিদফতর ১৯৯৭-১৯৯৮ অর্থবছর হতে প্রবীণদের জন্য বয়স্কভাতা চালু করে যা প্রবীণদের অধিকার সুরক্ষায় একটি মাইলফলক। তিনি আরও বলেন বর্তমানে চট্টগ্রাম জেলায় ১ লক্ষ ৫০ হাজার প্রবীণ ব্যাক্তি প্রতিমাসে নিয়মিত বয়স্কভাতা পাচ্ছেন । আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মমতার প্রধান নির্বাহী লায়ন আলহাজ¦ রফিক আহমদ,বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সৈয়দ মো. মোরশেদ হোসেন ও আরমান বাবু। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের সহকারী পরিচালক শাহী নেওয়াজ, সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল পাশা ভ্ূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, সমাজসেবা অফিসার মো.বিল্লাল হোসেন খন্দকার, মো. আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম, পারুমা বেগম, মো. আশরাফ উদ্দিন,শিল্পী ভৌমিক, মোহাম্মদ আলমগীর, যোবায়ের আলম, সাবরিনা লিনা, দেলোয়ার হোসেন, রাজীব আচার্য, মো. সোহানুর মোস্তফা শাহরিয়ার,লুৎফুন্নেছা, নাসিমা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শহর সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম-১,২ ও ৩ এর আওতাধীন ৩০০ জন প্রবীণ ব্যক্তিদের মাঝে বয়স্কভাতার বই বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা ও নাজমা বেগম ।