
দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে কার্যকরী কমিটির এক সভা ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরী। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, শুভ মহালয়া অনুষ্ঠান প্রসঙ্গে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুরঞ্জন দে, ডাঃ প্রতাপ রায়, মিলন কান্তি নাথ, সুমন কুমার বণিক, ভবি রঞ্জন নাথ, সুল্লব দত্ত, ডাঃ বি.কে.নাথ, রুবেল নাথ, সবুজ দাশ, রাজু দে, সাগর দে, অঞ্জন দে, সুজিত চক্রবর্তী, সুমন কান্তি নাথ, রজত পাল, সুব্রত দে, সুদীপ্ত নাথ (দোলন), ধনঞ্জয় দেব নাথ, ভজন চন্দ্র নাথ, কল্লোল দাশ, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, লিংকন চক্রবর্তী, পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ প্রমূখ। শুভ মহালয়া উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা, দেবীর আগমন উপলক্ষে চন্ডিপাঠ সহ মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।