বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি আয়োজিত গত ২৯ সেপ্টেম্বর নগরীর চেরাগী পাহাড়স্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সাবিহা নাহার বেগম বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব মানবতার দূত উল্লেখ করে তিনি আরো বলেন, শেখ হাসিনার হৃদয়ে মানবিকতা ও দেশপ্রেম আছে বলেই বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধি হচ্ছে। তিনি বলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য আগামী ডিসেম্বর মাসে নৌকা প্রতীকে আপনার রায় দিন এবং শেখ হাসিনাকে উন্নয়নের সুযোগ সৃষ্টির করে দেয়ার আহবান জানান। প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ আগামীতে শান্তি-সমৃদ্ধি ও নিরাপদ বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সকল দেশপ্রেমিক বাঙালিদের এক মঞ্চে আসার আহবান জানান। বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক আলী আহমদ শাহিন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ ছগির আহমেদ, চবি’র শিক্ষক অধ্যাপক জিনোবোধী ভিক্ষু, বাংলাদেশ ট্যাক্স লয়ার এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা মোঃ আখতার উদ্দিন, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইদ্রিস, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, জাসদ নেতা সুযসময় চৌধুরী, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহিম, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কারিমা বেগম বিজলী, গেরিলা মুক্তিযোদ্ধা মিনুরানী দাশ, মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা মো: বাহাদুর আলম, সৈয়দ দিদার আশরাফী, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়–য়া, মো: এজাহারুল হক, মো: শেখ আবদুল্লাহ, লায়ন প্রশান্ত বড়–য়া, বিপ্লব দাশগুপ্ত, হারাধন চৌধুরী, এ্যাড. যীশু কৃষ্ণ রক্ষিত, ডা. দুলাল কান্তি চৌধুরী, অধ্যাপক উত্তম কুমার সরকার, জাহেদা আমিন চৌধুরী, আজিজুল ইসলাম, মোহাম্মদ হোসেন, রোজী চৌধুরী, হারুনুর রশিদ, কাজী আইয়ূব, মো. জামাল উদ্দিন, শীলা বৃষ্টি, জয়শ্রী চৌধুরী, কামাল হোসেন, সেলিম উদ্দিন ডিবলু, এস এম শফিকুর রহমান, রতন ঘোষ, নুরুনবী চৌধুরী জনি, সমীরণ পাল, আলমগীর খান প্রমুখ।