
দেশচিন্তা নিউজ ডেস্ক:
কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ নেতা মামুন আল রশীদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর দুপুর ২ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জোবায়ের, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, সাবেক সহ সম্পাদক ইয়াছির আরাফাত, সাবেক সদস্য আবদুর রহিম শামীম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আল নোমান, দিদারুল আলম শুভ, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মামুনুর রহমান, মোঃ সোহেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক, কলিম উল্লাহ, কাজী ওয়াসিম, দপ্তর সম্পাদক আবু তৈয়ব সোহেল, প্রচার সম্পাদক আবু বকর জীবন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার সহ বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বক্তাগণ মাদকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দেয়া মামুনের খুনীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন নতুবা দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের হুঁশিয়ারি উচ্চারণ করেন।