আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

বিল গেটস কন্যা জেনিফার সাথে মুসলিম ছেলের বিয়ে

বিয়ে করতে চলেছেন বিশ্বের অন্যতম ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা জেনিফার। আরব-মার্কিন নাগরিক নায়েল নাসার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক করছেন জেনিফার। তার সঙ্গেই গাটছাঁড়া বাধার ঘোষণা দিয়েছেন তিনি। জেনিফারের বিয়ের ঘোষণার পর তাদেরকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন বিল গেটস।

নায়েল নাসার যুক্তরাষ্ট্রের সিকাগোতে জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা কুয়েতে। তাদের পারিবারিক আর্কিটেকচার ফার্ম রয়েছে। নায়েলের বয়স যখন পাঁচ বছর বয়স তখন থেকেই তিনি ঘোড়ায় চড়তে পছন্দ করেন। একজন পেশাদার ঘোড়সওয়ার তিনি। বিল গেটস কন্যা জেনিফারেরও অন্যতম শখ ঘোড়ায় চড়া। বিভিন্ন প্রতিযোগীতায়ও অংশগ্রহণ করেছেন জেনিফার।

নায়েল ও জেনিফার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। সেখানেই তাদের প্রথম পরিচয়। তবে তাদের সখ্যতা তৈরি হয়েছে ঘোড়দৌড়ের মাঠে। দুইজনের শখ মিলে যাওয়ায় একে অপরের কাছে আসতে খুব বেশি সময় লাগে নি।

নায়েল ও জেনিফারের বিয়ের ঘোষণার পর তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বিল গেটস টুইটবার্তায় বলেন, আমি পুরোপুরি শিহরিত! অভিনন্দন জেনিফার ও নায়েল।

নায়েল ও জেনিফার কবে বিয়ে করবেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। নায়েল ঘোড়দৌড়কেই নিজের ভবিষ্যতের পথ করবেন নাকি প্রথাগত কোনো পেশা বেছে নেবেন, তা এখনও ঠিক করেননি। জেনিফার সখের ঘোড়দৌড়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। একইভাবে মেয়ে ও হবু জামাইকে অভিনন্দন জানিয়েছেন বিল গেটসপত্নী মেলিন্ডা গেটস।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ