আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আবরার হত্যা মামলার আসামির বাবা স্ট্রোকে মৃত্যু

আবরার হত্যা মামলার আসামি সকালের বাবা ফকির মোশাররফ হোসেন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি ইফতি মোশাররফ সকালের বাবা ফকির মোশাররফ হোসেন (৪৫) মারা গেছেন।

১ ফেব্রুয়ারি শনিবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মোশাররফ হোসেনের বাড়ি রাজবাড়ী শহরের পৌর এলাকার ১নং ওয়ার্ডের ধুনচী গ্রামে।

সকালের মা রাবেয়া বেগম জানান, ৩০ জানুয়ারি ঢাকায় ছেলের মামালার শুনানির দিন ছিল। শুনানিতে গিয়েছিলেন তার স্বামী মোশাররফ হোসেন। ঢাকা থেকে বাড়ি ফেরার পর থেকেই ছেলের জন্য দুশ্চিন্তা করছিলেন। শনিবার দুপুরে হঠাৎ করে স্ট্রোক করেন তিনি। প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে মারা যান।

রাজবাড়ী সদর হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তায়রান মাহমুদ বলেন, ১ তারিখে দুপুর ১টার দিকে বুকে ব্যথা নিয়ে ওই রোগী ভর্তি হয়েছিলেন। রাতে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়। শনিবার বাদ আছর জানাজা শেষে স্থানীয় ২৮ কলোনি কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ