চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩ ফেব্রুয়ারি সোমবার ভোর ৫টা ১০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানান তিনি।
ফরিদ আহমদ বলেন, ‘ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৪টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ওই বস্তির অধিকাংশ কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, সেটি আমরা এখনও নিশ্চিত নই। তদন্ত করে ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘ওই বস্তির পাশে বেশকিছু গোডাউন ছিল। সব গোডাউন অক্ষত আছে। আগুন যাতে গোডাউনে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সফল হয়েছি।’
পড়েছেনঃ ৩৫১