
কলকাতায় নামতে না পেরে ঘন কুয়াশার কারণে কমপক্ষে চারটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শুক্রবার ৩১ জানুয়ারি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে বিমানগুলো কলকাতা বিমানবন্দরের বদলে ঢাকায় চলে আসে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেরর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান জানিয়েছেন- কাতার এয়ারওয়েজ, থাই এয়ারলাইন্স, এয়ারএশিয়া, মালিন্দোর ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করেছে।
তিনি বলেন, কলকাতায় ঘন কুয়াশার কারণে নামতে সমস্যা হওয়া ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে ঢাকায় এসেছে। সেখানকার আবহাওয়া স্বাভাবিক হলে ঢাকা থেকে ফিরে যাবে।
পড়েছেনঃ ৪৩০