
ইকবাল হোসেন,সাতকানিয়া সংবাদদাতা:
সাতকানিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে চলো চট্টগ্রাম টিমের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টায় সাতাকনিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ কামরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা মেয়র ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জোবায়ের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: শাহজাহান, ইছামতিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সংগঠনের উপদেষ্ঠা মো: শহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মামুনুল হক, এটিএম সাইফুল ইসলাম, নাছির উদ্দিন মিন্টু, সৌদি প্রবাসী ও সমাজসেবক মো: জোবায়ের, কামাল উদ্দিন, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ হাসান (মাছুম), মো: এনামুল হক, জয়নাল আবেদীন, সাজিল আনোয়ার, হাবিবুল্লাহ মিজবাহ, কাউছার ইকবাল গালিব, ইছনাত প্রমুখ।