
দেশচিন্তা নিউজ ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল নগরীর রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু’র সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু ও সৈয়দ মাহমুদুল হক। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, মহানগর যুবলীগ সদস্য আবুল কালাম আবু, আনজুমান আরা আনজু, মাহবুব আলম আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, হেলাল উদ্দিন, হাবিব উল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার। সভায় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর গিয়াস উদ্দিন, মহানগর যুবলীগ সদস্য হাসান মুরাদ বিপ্লব, সাইফুল আলম, নেছার আহমদ, মাসুদ রেজা, আবু সাঈদ জন, আবদুর রহিম, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, আবদুর রাজ্জাক দুলাল, নাছের তালুকদার, আবদুল আজিম, মঈনুল ইসলাম রাজু, খোকন চন্দ্র তাতী, আবু বক্কর চৌধুরী, রতন কুমার মল্লিক, শেখ নাছির আহমেদ, ওয়াসিম উদ্দিন, বেলায়েত হোসেন রুবায়েত, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিক, দেলোয়ার হোসেন দেলু, আলমগীর আলম, এস.এম. ফারুক, তারেক সুলতান, কাজী রাজেশ ইমরান, কফিল উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, শাাকিল হারুন, আলাউদ্দিন আলো, তানভীর আহমেদ রিংকু, শাখাওয়াত হোসেন শাকু, শহীদুর রহমান শহীদ, নঈম উদ্দিন খান, ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে তারেক ইমতিয়াজ ইমতু, মান্না বিশ্বাস, শেখ জাহেদ, নজরুল ইসলাম, মঈনুল ইসলাম, আবুল বশর, মো: সানাউল্লাহ, আবুল কালাম আবু, শাহীন সরওয়ার, আহমেদ আবদুর রহিম, মাঈনুল ইসলাম রাজু, সাইমুম হোসেন ভোর, শওকত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, ব্যক্তি-পরিবার ও সমাজ জীবনে সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা, বিদ্বেষ, হানাহানি, আত্ম অহংবোধ ভুলে গিয়ে সুখী-সুন্দর, সমৃদ্ধশালী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা গ্রহণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন বলেন, রোজাদারদের এবাদত বন্দেগীর মাধ্যমে সব ধরণের অন্যায়-অত্যাচার, অশোভন-অনাচার, দূরাচার-পাপাচার ও যাবতীয় অকল্যাণকর কাজকর্ম হতে বিরত হয়ে সংযম-সাধনার পথ ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণের শিক্ষা দেয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ আরো বলেন, রোজা মুসলমানদের আদর্শ চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়। সিয়াম পালনের মাধ্যমে আত্মশুদ্ধি, প্রশিক্ষণ, আত্মগঠনের মাধ্যমে দেশ ও জাতি গঠনে সকলের অংশগ্রহণ কামনা করেন।