
দেশচিন্তা নিউজ ডেস্ক:
পবিত্র রমজান উপলক্ষ্যে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন ক্লাব অব চিটাগাং বাকলিয়া, সেন্ট্রাল, খুলশী, গ্রিন সিটি, গোল্ডেন সিটি, পেনোরোমা সিটি ও পোর্ট সিটি লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে নগরীর লালখান বাজার টাংকির পাহাড় মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং আগ্রাবাদস্থ মুহুরী পাড়া এয়ার মোহাম্মদ মহরা কমপ্লেক্স হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লায়ন্স জেলা ৩১৫-বি-৪ এর মাননীয় জেলা গভর্ণর লায়ন মোঃ নাসির উদ্দীন চৌধুরী এম.জে.এফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গভর্ণর (ইলেক্ট) লায়ন কামরুল মালেক এম.জে.এফ, ১ম ভাইস জেলা গভর্ণর (ইলেক্ট) লায়ন ডাক্তার সুকান্ত ভট্টাচার্য্য এম.জে.এফ, ২য় ভাইস জেলা গভর্ণর (ইলেক্ট) লায়ন আল-সাদাত দোভাষ, কেবিনেট ট্রেজারার (ডেজিগনেটেড) লায়ন আশরাফুল আলম আরজু। আরো উপস্থিত ছিলেন- লায়ন আলমগীর হোসেন, আর.সি হেডকোয়াটার লায়ন জাফর উল্ল্যাহ চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, লায়ন মোঃ হুমায়ুন কবির, লায়ন মাইনুল হক, জোন চেয়ারপার্সন লায়ন ফাতেমা রহমান, লায়ন ফখরুদ্দিন আহম্মদ, লায়ন ফজলুর রহমান স্বপন, ডিষ্ট্রিক চেয়ারপার্সন লায়ন এ.কে.এম সালাউদ্দীন, লায়ন আব্দুল হান্নান ভূঁইয়া, ক্লাব প্রেসিডেন্ট লায়ন তারেক কামাল, লায়ন মোহাম্মদ হোসেন রানা, লায়ন মমতাজুল ইসলাম এম.জে.এফ, লায়ন চৌধুরী বেলাল উদ্দীন, লায়ন খোন্দকার মাইদুল হক দীপ্ত, লায়ন আলমগীর হোসেন বাবুল, লায়ন শওকত হোসেন, লায়ন হুমায়ুন কবির হিমু, লায়ন মোঃ সিদ্দিকুর রহমান, লায়ন মোঃ জাকির হোসেন, লায়ন মাইনুদ্দীন জিলাল, লায়ন মোঃ কামরুজ্জামান, লায়ন জি.এম. দিদারুল আলম, লায়ন তাপস কান্তি তালুকদার, লিও প্রবীর শীল মুন্না, লিও আলভী, লিও জায়েদ প্রমুখ।