দেশচিন্তা নিউজ ডেস্ক:
নগরীর সিএন্ডবি কালুরঘাট ফায়ার সার্ভিস মাঠে অত্যন্ত জাঁকজমকভাবে/সাড়ম্বরে অত্র স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মো. ওসমানের সভাপতিত্বে বাবু সলিল প্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক সাংবাদিক আবু তালেব মুহাম্মদ বেলাল, বিশেষ অতিথি কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাবু অতীশ চাকমা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আরাকান হাউজিং সোসাইটির সভাপতি অধ্যাপক এস এম ওয়াজেদ, বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক এস এম ওসমান, পরিচালক এস এম শাহনেওয়াজ আলী মির্জা, মো. জাকির হোসেন, মো. ইসহাক। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ সুলেখা ভট্টাচার্য, নাজনীন আক্তার, নাছরীর সুলতানা, নাহিদা আক্তার, নাহিদা সুলতানা, আরিফ মুন্না, আলাউদ্দিন তৈয়ব, সুরেন চৌধুরী, আনিকা আক্তার প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলার অনুশীলনের মাধ্যমে শিশুদের সুপ্ত মেধা বিকশিত হয়। তিনি শিশুদেরকে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।