আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

বিশ্ব অটিজম দিবসে সেহের অটিজম

দেশচিন্তা নিউজ ডেস্ক:

সঠিক পরিচর্যা ও যথাযথ প্রশিক্ষণ দিয়ে অটিষ্টিক শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত করে তোলার বিকল্প নেই। স্বকীয় মেধা ও দক্ষতায় অটিজম শিশু-কিশোরদের সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে সরকারের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় অটিজমবান্ধব সমাজ প্রতিষ্ঠায় অগ্রসর হতে হবে। আজ সোমবার ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে সেহের অটিজম সেন্টারের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কথা সাহিত্যিক অধ্যাপক ড. মোহিত উল আলম। সেহের অটিজম সেন্টার’র কার্যনির্বাহি পরিচালক তাবাস্সুম জেরিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরিন আক্তার।

এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট’র প্রিন্সিপাল রোটারিয়ান ক্যাপ্টেন ফয়সাল আজিম, গর্ভমেন্ট টিচার্স টেনিং কলেজ’র অধ্যাপক শামসুদ্দিন শিশির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, রোটারিয়ান তাহমিনা খান জামান, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মোঃ কামাল উদ্দীন, বাংলাদেশ মানবাধিকার কমিশন’র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, রোটারিয়ান সাইদুল করিম, চট্টগ্রাম প্রতিবন্ধি উন্নয়ন সংগঠনের সভাপতি এম এ সবুর, বাংলাদেশ ইন্ডিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্য মুছা বাদশা, এডভোকেট মাসুদুল আলম বাবলু, রোটারিয়ান সিজ্জিল মমতাজ, আবুল খায়ের স্টীল’র এরিয়া ম্যানেজার কামরুজ্জামান ফরহাদ, সেলিনা রহমান, শাহীন আক্তার, মৌনতাকা জামান কাপ্পি, মাকসুদা বেগম, পারভীন রশিদ, পারভীন সুলতানা নিতু প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ