চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া থানাধীন খুটাখালি মেধা কচ্ছপিয়া গ্রামের কৃতিসন্তান ডা. মোহাম্মদ জামাল উদ্দিন রচিত “প্রতিদিনের সুস্থতায় প্রাকৃতিক চিকিৎসা” নামীয় গ্রন্থটির সৌজন্য কপি ৩০ মার্চ ২০১৯ খুটাখালি তমিজিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে চকরিয়া-পেকুয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ অনার্স এমএ-কে প্রদান করা হয়। বইটির লেখক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন তাঁর লেখা গ্রন্থটি সাংসদের হাতে তুলে দেন এবং মেধা কচ্ছপিয়া সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এমপি মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন খুটাখালি তমিজিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা উমর হামজা, ডুলাহাজারা ইসলামিয়া আরবি মাদরাসার সুপারিনটেন্ডেন্ট নাসির উদ্দিন, খুটাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাহাদুর হক, সাধারণ সম্পাদক বেলাল আজাদ, সাবেক মেম্বার শফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা মনিরুল হক ভুট্টো, মেধা কচ্ছপিয়া সমাজ উন্নয়ন সংস্থার সদস্য সোহেল মিয়া, সালমান রহমান, আলাউদ্দিন আজাদ, ইমরুল হোসেন প্রমুখ। গ্রন্থটি প্রদান কালে সংক্ষিপ্ত আলোচনায় জাফর আলম এমপি বলেন, বর্তমান উন্নত বিশ্বে হারবাল চিকিৎসা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হচ্ছে। প্রত্যেক প্রাচীন সভ্যতার দেশেই দেখা যায় প্রকৃতিক চিকিৎসার ঐতিহ্য রয়েছে। সাধারণত পরিবারের সদস্যদের ছোট খাটো অসুখ-বিসুখে আমাদের যদি ভেষজ উপায়ে চিকিৎসা জানা থাকে তাহলে আর অল্পতেই ডাক্তারের শরনাপন্ন হতে হবে না। ঘরে বসেই আমরা আমাদের এইসব সাধারণ রোগের চিকিৎসা করতে সক্ষম হবো।