আজ : রবিবার ║ ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘বসন্তের চুইঝালে’ শীর্ষক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

দেশচিন্তা ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাঙালিয়ানার রঙে রঙিন এক প্রাণবন্ত উৎসবে মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটি এক ছাদের নিচে একত্রিত হয়েছিল ০৮ নভেম্বর ২০২৫, শনিবার। ‘বসন্তের চুইঝালে’ শীর্ষক এই বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছিল বাংলাদেশি সিন্ডিকেট, মেলবোর্নের এক শিক্ষার্থী-নেতৃত্বাধীন সংগঠন। এই উৎসবটি মেলবোর্নে শিক্ষার্থী-নেতৃত্বাধীন সংগঠনের আয়োজিত সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটি অনুষ্ঠান হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে, যেখানে ১,৭০০-এরও বেশি প্রবাসী ও অতিথি অংশগ্রহণ করেছেন।

এই মহোৎসবের সফল আয়োজনে নেতৃত্বদানকারী বাংলাদেশি সিন্ডিকেটের নিবেদিতপ্রাণ সদস্যরা হলেন: ইরফান, মুসা, কাইফ, রাফি, তানসুয়া, মুশফিকা, আবরার, প্রতিক, জুবায়ের, সানি, আলিফ, তাইফ, খান, ফারিন, নিয়াজ, মাআজ, কুশলব, রাতুল, শেহরিন, ঝিলম, শুভ, হাসান ও শাফাত। তাদের নিরলস পরিশ্রম, সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির এক অনন্য উদযাপনে রূপ নেয়। উৎসবের প্রধান আকর্ষণ ছিল—বাংলাদেশের খুলনা অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক ‘চুইঝাল’, যা জীবন্ত করে তুলেছিল বাঙালির বসন্তের রঙ, গন্ধ, সুর ও স্বাদের এক নস্টালজিক আবহ।

অনুষ্ঠানে ছিল বর্ণিল স্টলসমূহ, যেখানে প্রদর্শিত হয়েছিল দেশীয় পণ্য, ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্প—যা প্রবাসের মাটিতেও উপস্থিতদের এনে দেয় নিজেদের শিকড়ের উষ্ণ অনুভূতি। এছাড়াও ছিল নৃত্য ও সংগীত পরিবেশনা, যা তুলে ধরেছিল বাংলাদেশের চিরচেনা প্রাণ ও স্পন্দন। দর্শকরা অংশ নেন বিনোদনমূলক নানা কার্যক্রমে। এসব কার্যক্রমের মধ্যে ছিল পিলো পাসিং ও মিউজিক্যাল চেয়ার প্রভৃতি। এই কার্যক্রমসমূহে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।

পুরো অনুষ্ঠানটি ছিল অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্মের ঐক্য, উদ্যম ও সংস্কৃতিচেতনার উজ্জ্বল প্রতীক। এটা প্রমাণ করে—দেশ থেকে দূরে থেকেও তারা কীভাবে ভালোবাসা, ঐতিহ্য ও প্রজন্মের বন্ধনকে একসূত্রে বেঁধে রাখছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ