আজ : বুধবার ║ ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উখিয়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে উখিয়া উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, উখিয়ার ইউএনও, উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার, উখিয়াস্থ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জনের কার্যালয় প্রতিনিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে তরুণদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল টিমের অধিনায়ক মোবারক হোসেন ও জনপ্রিয় সংগীত শিল্পী মালেক। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা এবং মাদ্রাসা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, মাদক সেবন ও ব্যবসার পথ থেকে ফিরে এসে সুস্থ দেহমন গঠন করে পরিবার ও সমাজকে কলুষমুক্ত রাখতে হবে। আর মাদক ব্যবসায়িরা সমাজের শত্রু এবং মেধাবী তরুণ প্রজন্মের ধ্বংসের কারিগর।

পরে তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এবং শিক্ষার্থীরা যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে সে জন্য তাদের শপথ বাক্য পাঠ করান।

সভাপতির বক্তব্যে লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য আমাদের তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

“কোনো পরিবারের বাবা মাদক ব্যবসায়ী হলে সেই পরিবারের ছেলে-মেয়েদের বাবাকে মোটিভেট করতে হবে বা বাবাকে বলতে হবে যে, আমরা মাদকের টাকায় বড় হতে চাইনা। সেই পরিবারের স্ত্রীকে তার মাদক ব্যবসায়ী স্বামীর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা চাই, প্রতিটি তরুণ যেন সচেতন হয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়।”

মাদক ব্যবসা ও মাদকসেবনে জড়িত কোনো ব্যক্তি আর্থিকভাবে অসচ্ছল হলে র‌্যাব পুনর্বাসনের ব্যবস্থা নেবে জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, “উখিয়া ও আঞ্জুমানপাড়ার প্রতিটি তরুণ ছাত্র-ছাত্রী, শিক্ষক, ইমামসহ প্রত্যেককে মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তাহলেই মাদক কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ