আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে নৌকার পক্ষে স্বেচ্ছাসেবকলীগের গণসংযোগ

বাঁশখালী প্রতিনিধি:

বাঁশখালী উপজলো পরষিদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সমর্থনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এর নেতৃত্বে চাম্বল, জলদি, বাঁশখালী পৌরসভা, বাহারছাড়া, বানীগ্রাম সহ বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে নৌকা পক্ষে গণসংযোগ ও পথসভা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। গণসংযোগকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ হাশেম চেয়ারম্যান, সহ-সভাপতি সেলিম হোসেন, নুরুল আবসার তালুকদার, মোহাম্মদ হারুনুর রশিদ, চৌধুরী, আবদুল মালেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্ত্তী বিজয়, সাংগঠনিক সম্পাদক কায়েস সরোয়ার সুমন, আবদুল ওয়াজেদ ছিদ্দিকী, জায়েদ বিন কাশেম, অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ টিপু, সহ নাট্য সম্পাদক শফিউল আলম, সদস্য ডাঃ মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ মাহমুদুল ইসলাম মাবুদ, তারেক মোহাম্মদ ইকবাল চৌধুরী প্রমুখ। গণসংযোগ শেষে বাহারছড়ার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জোবায়ের বলেন, নৌকা মার্কা মানে উন্নতি সমৃদ্ধি। নৌকায় ভোট দেয়ার সুফল এখন দেশবাসী পাচ্ছে। এই সুফল বাঁশখালীর প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে এবং অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চাই। আমরা প্রমাণ করেছি যে, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। দক্ষিণ চট্টগ্রামের নানান উন্নয়নের তথ্য তুলে ধরে তিনি বলেন, আগামীতে দেশের মানুষ কারো কাছে হাত পেতে চলবে না। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশের প্রতিটি গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে। আমরা ক্ষুধা-দারিদ্রতামুক্ত উন্নত ও সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা গড়ে তুলবই। এটাই আমাদের একমাত্র প্রতিজ্ঞা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ