
দেশচিন্তা নিউজ ডেস্ক:
বাংলাদেশ তাতীলীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণজেলা তাতীলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান ১৯ মার্চ সন্ধা ৬টায় সংগঠনের সভাপতি এস,এম,মাসুদের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণজেলা তাতীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলামের পরিচালনায় এতে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণজেলা তাঁতীলীগের সহ সভাপতি আবদুল করিম, রাসেল জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন সেন, সাংগাঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক খোকন দাশ, সাংস্কৃতিক সম্পাদক রকি ধর, পরিবেশ বিষয়ক সম্পাদক মিশু ধর, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দীন প্রমুখ। সভায় বক্তারা বলেন বাংলাদেশ তাঁতীলীগ দীর্ঘ ১৬ বছর বঙ্গবন্ধুর আদর্শ আর দেশের মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক কার্যক্রম বৃদ্ধিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ তাঁতীলীগ বক্তারা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সকল সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা বলেন মানবকল্যাণমূলক রাজনীতি উপহার দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আমাদের স্বাধীনতা স্বপক্ষ সকলকে ভুমিকা রাখতে হবে। সভা শেষে বাংলাদেশ তাতীলীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।