আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

জিল্লুর রহমান স্মরণে আলোচনা আলোচনা সভা

দেশচিন্তা নিউজ ডেস্ক:

বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতি, দেশের বর্ষীয়ান ও আদর্শ রাজনীতিবিদ জিল্লুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ও চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের যৌথ উদ্যোগে এক স্মরণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান ২০ মার্চ সন্ধা ৭টায় নগরীর মোমিন রোড়স্থ মুক্তিযোদ্ধা এম,আবু ছালেহ’র বাসভবনে বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক গণপরিষদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা এম,আবু ছালেহ। প্রধান আলোচক ছিলেন মহানগর যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক জাহানারা সাবের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম,এ,সালাম,সাংবাদিক কিরণ শর্মা, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সহ-সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, কবি স্বপন বড়ুয়া, মহানগর যুবলীগনেতা এড. চন্দন পালিত সংগঠক স.ম.জিয়াউর রহমান, জামালখান ওয়ার্ড মহিলা আওয়ামীলীগনেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, মামুরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম,নুরুল হুদা চৌধুরী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, কবি সজল দাশ, সংগঠক কামাল হোসেন, সংগঠক রোজী চৌধুরী, আবদুর রাজ্জাক। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান আপাদমস্তক একজন আদর্শ ও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিবিদ আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। যার সমগ্র জীবনজুড়েই ছিল জনমানুষের জন্য রাজনীতি। জীবনে সমস্ত লোভ লালসার উদ্ধে উঠে আজীবন গণমানুষের জন্য রাজনীতি করে গেছেন। স্বাধীনতা বিরোধীদের সমস্ত নির্যাতন, অত্যাচার। নির্যাতন, জেল জুলুম কোন কিছুই বঙ্গবন্ধুর আদর্শ থেকে তাঁকে বিচ্যুৎ করতে পারেনি। যার সুযোগ্য স্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ২১ শে বিএনপি জামাত সরকারের জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগকে ধ্বংস করার জন্য পরিকল্পিত গ্রেনেড হামলায় সেদিন আইভি রহমান নিজ জীবন বিসর্জন করে আমাদেরকে ঋণী করে গেছেন। সমস্ত পরিবারই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার আজীবন সঙ্গে থেকে দলের জন্য কাজ করেছেন। ওয়ান এলিভেনে আওয়ামীলীগের কঠিন দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনা যখন কারাবন্দী ছিলেন সেসময়ে অত্যন্ত সাহসিকতা ও দৃঢ় মনোবলে বাংলাদেশ আওয়ামীলীগকে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আজকের দিনে সরকার পরিচালনার সুযোগ্য প্লাটফরম সৃষ্টি করে গেছেন। প্রধান বক্তা বলেন জিল্লুর রহমানদের মত রাজনীতিবিদ বর্তমান সমাজে বিরল। যাদের আদর্শ আর ত্যাগ বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী আজীবন জিল্লুর দেশ ও দেশের মানুষের জন্য যে অবদান রেখে গেছেন তা বাংলাদেশের চিরকাল স্মরণ রাখবে। সভা শেষে জিল্লুর রহমান ও তাঁর শহীদ স্ত্রী আইভি রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ